ভালোবাসা দিবসের ৬টি শুভেচ্ছা কার্ড খুব মজার আইডিয়া !

প্রচ্ছদের ছবিটিই প্রকাশ করছে ভালোবাসার মানুষটি কাছে না থাকার যন্ত্রণা। একাকিত্ব যেন জীবনের ভারসাম্যই নষ্ট করে দেয়।

দুটি রঙ এর মিলন কে দুটি মনের মিলন হিসেবেই প্রকাশ করা হয়েছে কার্ডটিতে।

ভালোবাসার মানুষটির প্রশংসায় পঞ্চমুখ থাকে সবাই। কিন্তু প্রশংসার বদলে যদি এমন একটি কার্ড দেয়া হয়? ভালোবাসার মানুষটি কিছুক্ষণের জন্য হলেও ভাষা হারিয়ে ফেলবে কার্ডটি দেখে।

কোন এক বিড়াল প্রেমীর উদ্ভট খেয়ালে তৈরী এই কার্ড বিড়াল প্রেমের একটি ভালো নিদর্শনই বটে।

যারা পিজ্জা খেতে খুবই ভালোবাসে তারা ভালোবাসার মানুষটিকে ভালবাসা প্রকাশের সময়ও পিজ্জার কথা উল্ল্যেখ করে। অর্থাৎ প্রেমিক/প্রেমিকা ও পিজ্জা দুটিকেই তারা সমান ভালোবাসে।

চায়ের কাপ ছাড়া যেন প্রেম জমেই উঠে না। আর এই চায়ের কাপের গরম চায়ের ধোঁয়া দিয়েই ভালবাসা ফুটিয়ে তোলা হয়েছে এই কার্ডে।
মজার কার্ড ভাই, ধন্যবাদ