Walton Primo E6|মাত্র ৪৭৯০ টাকায় ১ জিবি র্যাম, এন্ড্রয়েড ললিপপ ও ভাল প্রোসেসর

0 193
Octacores বাংলা অনলাইন প্রযুক্তি পোর্টাল

কম বাজেট এ ভালো স্মার্টফোন বাজারে আনার জন্য ওয়ালটন এর খ্যাতি সারা বাংলাদেশে।তাদের এই ধারাবাহিকতায় তারা বাজারে সম্প্রতি আনল তাদের নতুন একটি স্মার্টফোন প্রিমো ই সিক্স।কম বাজেট এ ভালো ফিচার এর কারনে ওয়ালটন এর ” ই “সিরিজ ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।
প্রিমো ই সিক্স এর সবচাইতে আকর্ষনীয় দিক হল এর দাম ;এত কম দামে এত ভাল ফিচার সত্যি অবাক ক রার মত।এতে ব্যবহার করা

হয়েছে ১ জিবি র্যাম ও ১.২ কুয়াডকোর প্রোসেসর।
এর ডিসপ্লে সাইজ হল ৪.৫ ইঞ্চি যা এই দামে সত্যিই দারুনএবং অবাক করার মত।এতে ৫ মেগাপিক্সেল রিয়ার এবং ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে।এর রিয়ার ক্যামেরার সাথে রয়েছে শক্তিশালী ফ্লাস লাইট।
এতে সম্প্রতি লঞ্চ হওয়া “হিরোস অব ৭১” সহ আরো অনেক গেইম খেলা হয়েছে যা কোন প্রকার ল্যাগ ছাড়াই খেলা গিয়েছে।এত কম দাম হলেও এর নিনিমার্ক স্কোর এসেছে ৬১.৫ এফ পি এস।তাছাড়াও এনটুটু বেঞ্চমার্ক ও গিকবেঞ্চ স্কোরও খুব ভালো।
এক কথায় কম বাজেট এর এই ফোনটি এক কথায় অসাধারন।


উত্তর দিন