আপনি পারবেন Mozilla Firefox এর ট্যাব গুলোকে ডান দিকে আনতে? কখনো এমন মনে হয়েছিলো যে Mozilla ট্যাব গুলো ডানদিকে হলে…

| Apon SoftWorks |

আপনি পারবেন Mozilla Firefox এর ট্যাব গুলোকে ডান দিকে আনতে?
কখনো এমন মনে হয়েছিলো যে Mozilla ট্যাব গুলো ডানদিকে হলে সুবিধা হতো?
তবে এই পোস্ট আপনার জন্য।
2. Mozilla Firefox
প্রথমে Mozilla Firefox ওপেন করুন। এখন ব্রাউজারের Navigation Bar এ রাইট ক্লিক করুন। স্ক্রিন ১ এর মতো আসলে Customize ক্লিক করুন।
এখন Customize Toolbar নামে যে ডায়লগ বক্স আসবে সেখান থেকে Flexible Space খুজে বের করুন।
টুলটিকে সিলেক্ট করে স্ক্রিন ২ অনুযায়ী ড্রাগ করে এনে আপনার প্রথম ট্যাবটির বামদিকে নিয়ে গিয়ে ছেড়ে দিন।
এখন দেখুন, আপনার ট্যাব গুলো ডান দিকে চলে গিয়েছে।
যদি না গিয়ে থাকে তবে মাঝখানেতো নিশ্চয় গিয়েছে।
সেক্ষেত্রে, স্ক্রিন ৩ দেখুন আর স্টেপ ২ অনুসরণ করুন যতোক্ষন না পর্যন্ত ট্যাবগুলো ডানদিকে সরে যায়।
আপনি এখন স্টেপ ২ পুনঃ পুনঃ অনুসরণ করুন যতক্ষন না পর্যন্ত স্ক্রিন ৪ এর মতো ট্যাব গুলো ক্লোজ বাটনের কাছে চলে আসে।।
আমাকে ৬ বার স্টেপ ২ পুনঃ পুনঃ অনুসরণ করতে হয়েছিলো।
আপনার ক্ষেত্রে কমবেশী হতে পারে।
অতঃপর হয়ে গেলে OK করতে করতে ডায়লগ বক্স হতে বের হয়ে আসুন।
এবার দেখুন কেমন হলো।।
আপনার বর্তমান সেটিংস সংরক্ষনার্থে Mozilla Firefox একবার রিস্টার্ট করে নেয়া শ্রেয়।।
কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে।
-ধন্যবাদ।
মজার টিপস, অসংখ্য ধন্যবাদ
খুবই সুন্দর পোস্ট । শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
সুন্দর পোস্ট ভাই ।