পেপাল ও থ্রিজি চালু ফ্রিল্যান্সিং এর জন্য জরুরী প্রয়োজনঃ ফ্রিল্যান্সার রাসেল আহমেদ
২৫ টাকার রাসেল ফ্রিল্যান্সিং করে কিভাবে আজ কোটিপতি ফ্রিল্যান্সার রাসেল তা হয়তো আমরা ইতিমধ্য প্রথমআলো সহ বেশ কয়েকটি পত্রিকার এই প্রতিবেদনে আমরা ফ্রিল্যান্সিং এ সফল কুষ্টিয়ার রাসেল ও বিশ্বজোড়া ফ্রিল্যান্সার রাসেলের কাজ জেনেছি , কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামের রাসেল আহমেদ শুধু এখানেই ক্ষান্ত থাকেননি তিনি দিনরাত নিজের কাজের পাশাপাশি সারা দেশে অসংখ্য ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে অবিরাম পরিশ্রম করে চলেছেন, ইতিমধ্য ফ্রিল্যান্সিং নিয়ে তার তৈরি ভিডিও টিউটোরিয়াল সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে, টিউটোরিয়াল গুলো অনলাইনে বিনামুল্য পাওয়া যায় । টিউটোরিয়ালগুলো থেকে অনেক দক্ষ ফ্রিল্যান্সাররা আরও দক্ষ হয়ে উঠার পাশাপাশি হাজার হাজার তরুণ তরুণী নতুন ফ্রিল্যান্সিং শেখার সুযোগ পেয়েছে, নিজের ছোট বোনকে জোর করে ফ্রিল্যান্সিং শিখিয়ে ক্ষান্ত থাকেন নি, সারা দেশের লক্ষ লক্ষ ভাই বোনকে এ পেশায় আনতে তিনি গড়ে তুলেছেন আর আর ফাউন্ডেশন নামক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন । পেয়েছেন ইতিমধ্য বেসিস সেরা ফ্রিল্যান্সারের পুরস্কার ।
আজ কথা বলবো সেই শীর্ষ ফ্রিল্যান্সার ও মহৎ মানুষ মোঃ রাসেল আহমেদের ভাইয়ের সাথেঃ
পিসিহেল্পলাইনবিডি.কমঃ আমরা জেনেছি আপনি অসুস্থ, এখন কেমন আছেন ?
- রাসেল আহমেদঃ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন ভালো আছি এখন।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ ফ্রিল্যান্সিংয়ে কিভাবে এসেছিলেন?
- রাসেল আহমেদঃ গুগলের সহযোগিতায়, পেপার পত্রিকা পড়ে ফ্রিল্যান্সিং এ এসেছিলাম। অনেক আগে থেকেই আগ্রহ ছিল।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ কোন সময়ে কিভাবে ফ্রিল্যান্সিংয়ের শুরুটা করেছিলেন, কি কাজ করেন মূলত.. ?
- রাসেল আহমেদঃ ২০১০ সালের দিকে। ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করি। ওয়ার্ডপ্রেস নিয়েই বেশী কাজ করা হয়। এছাড়াও অ্যান্ড্রয়েড অ্যাপ, পিএইচটি+মাইএসকিউএল স্ক্রিপ্ট, জেকুয়েরী ইত্যাদি নিয়ে কাজ করি।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ দলগত ভাবে কাজ করেন না একাই করছেন ?
- রাসেল আহমেদঃ দলগতভাবে কাজ করছি। আমাদের টিমের নাম ডিজাইনিং ওয়ে। এখানে প্রায় ১৫ জন মিলে কাজ করছি।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত কল্পনা কি ?
- রাসেল আহমেদঃ প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে চাই এবং সেই প্রতিষ্ঠানটি হবে আমার।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ নতুন যারা ফ্রিল্যান্সিং এ আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলুন ?
- রাসেল আহমেদঃ http://rrfoundation.net/faq এইগুলো সব পড়ে ফেলার জন্য অনুরোধ জানাই।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ ফ্রিল্যান্সিং করতে চাইলে কি কোন বিশেষ বিষয়ে পড়াশোনা করতে হবে ? শিক্ষাগত কতটুকু থাকা প্রয়োজন ?
- যে বিষয়ে আগ্রহ থাকবে সে বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। ইংরেজি পড়তে, বলতে, বুঝতে পারলেই হবে। মেধাবী, দক্ষতা ও সততার পরিচয় দিতে হবে।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ ফ্রিল্যান্সিং থেকে মাসে কি পরিমান বৈদেশিক মুদ্রা উপার্জন করা সম্ভব বলে আপনি মনে করেন ?
- রাসেল আহমেদঃ আন-লিমিটেড। কোন ফেয়ার ইউজেস পলিসি ছাড়া।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ ফ্রিল্যান্সিং নামে প্রতারনার হাত থেকে বাঁচতে নতুনদের কি বিষয়ে সতর্ক থাকতে হবে ?
- রাসেল আহমেদঃ চোঁখ-কান খোলা রাখতে হবে। অভিজ্ঞতা, দক্ষতা ছাড়া যে কোন কাজই ভুয়া।
১০. পিসিহেল্পলাইনবিডি.কমঃ বাংলাদেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় সমস্যা কি কি ? সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিতে সরকারের কি কি সহযোগিতা প্রয়োজন বলে আপনি মনে করেন ?
- রাসেল আহমেদঃ সমস্যাগুলো হলো স্টেবল ইন্টারনেট কানেকশনঃ
পেমেন্ট মেথডঃ
জন সচেতনতার অভাবঃ
সরকারী পৃষ্ট পোষকতার অভাবঃ
আমলাতান্ত্রিক জটিলতাঃ
মিডিয়া প্রচারের অভাবঃ
বিদ্যুৎ সমস্যাঃ
প্রযুক্তি পণ্যের দাম বেশি থাকাঃ
উন্নত প্রযুক্তির ইন্টারনেট না থাকাঃ
শুধুমাত্র পেপ্যাল চালু করলে কত প্রকারের ব্যবসা চালু হবে জানেন? টাকার ব্যবহার কতটা কমে আসবে জানেন? সেগুলো ব্যবহার করার জন্য কতগুলা নতুন লোক তথ্য প্রযুক্তি শিখবে জানেন? ওতগুলা লোক তথ্য প্রযুক্তি ব্যবহার করলে দেশ কত এগিয়ে যাবে জানেন? শুধুমাত্র থ্রিজি চালু হলে কতগুলা লোক বৈদেশিক মুদ্রা ঘরে বসে আনবে জানেন?
আর. আর. ফাউন্ডেশনের নিবিড় ট্রেনিং থেকে আমার অভিজ্ঞতা হয়েছে যে, একজন মানুষ যতই আনাড়ি হোক না কেন, তিন মাসের মধ্যে তাকে রেডি করে দেওয়া যায়।
ঘরে ঘরে চাকরি দেওয়া তো আপনাদের পক্ষ্যে সম্ভব না, তো এদিকে একটু আসুন। একটু সময় দেন যাতে তাদের জন্য কিছু করার?
আমাদের তো আছে, আমরা তো ব্যবহার করছি না। এমন যদি হত, আমাদের নেই, আমরা অল্প অল্প করে ব্যবহার করছি, ফুরিয়ে যাবে একদিন। তাহলে কেন এমন করছেন? আমরা ফ্রিল্যান্সার যারা দেশকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি, বিভিন্ন মাথামোটা আমলারা আবালের মত সিদ্ধান্ত নিয়ে একধাপে দেশকে বহুদুর বহুদুর পিছিয়ে নিয়ে যাচ্ছেন।অন্তত পরীক্ষামূলকভাবে কমখরচে ইন্টারনেট দেন, তারপর তার আউটপুট দেখেন। আরে, স্পিড দ্বিগুন করলে তো আর ইন্টারনেট ফুরিয়ে যাবে না। অথচ, ইন্টারনেটের স্পিড বাড়ালে দেখা যাবে আরও দ্বিগুন ফ্রিল্যান্সাররা কাজ করতে পারবেন। কত কত কত টাকা দেশে আসছে আমাদের শাসকরা কি জানে ?
প্রশ্নগুলো বটগাছকে করলাম।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ আর আর ফাউন্ডেশন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ?
- রাসেল আহমেদঃ জেলাভিত্তিক প্রশিক্ষণঃ ফ্রিলান্সিং বিষয়টিকে সমগ্র দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আর আর ফাউন্ডেশনের পরিধি বাড়ানো প্রয়োজন। সেজন্য বিভিন্ন জেলায় কিছু প্রতিনিধি নির্বাচিত করা হবে যারা সমাজের অবহেলিত এবং অজ্ঞ মানুষদেরকে ফ্রিলান্সিং এ উদ্বুদ্ধ করবে। তারাই পরবর্তীতে আশেপাশের আরও মানুষদের পাশে দাঁড়াবে। এভাবে জেলাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে সবার মধ্যকার সুপ্ত প্রতিভাকে বিকশিত করে স্বনির্ভর বাংলাদেশ গঠণে ভূমিকা রাখতে আর আর ফাউন্ডেশন বদ্ধ পরিকর।
- নারী ফ্রিল্যান্সার তৈরি করা ও মাদরাসা ও এতিমখানায় প্রশিক্ষণ দেয়া ।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ আর আর ফাউন্ডেশন থেকে থেকে কাজ শিখে আপনার কতজন ছাত্র ফ্রিল্যান্সিং করছে , এমন হিসাব আপনার আছে আছে কি ?
- রাসেল আহমেদঃ এক থেকে দেড় হাজার হবে। আমার কাছে সঠিক হিসাব নেই।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ ডিজিটাল বাংলাদেশ গড়তে আইটি উদ্যোক্তাদের বিনা জামানতে লোণ দিতে সরকারের জরুরী উদ্যোগ নেয়া উচিৎ ?
- রাসেল আহমেদঃ হ্যাঁ । মার্কেটপ্লেস প্রোফাইল ও কার্যক্রম দেখে লোন দেওয়া উচিত।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ আপনার ভিডিও টিউটোরিয়াল তো সারাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে আ ব্যাপারে কিছু বলবেন ?
- রাসেল আহমেদঃ সামান্য কতগুলো টিউটোরিয়াল বানিয়ে মানুষের এত এত ভালবাসা পাচ্ছি, এগুলো শোধ দেব কি করে? আমি আবেগ-আপ্লুত
পিসিহেল্পলাইনবিডি.কমঃ আমরা জেনেছি আপনার আজকের অবস্থানে আসতে সবচেয়ে বেশী উৎসাহ পেয়েছেন আপনার আম্মার, নতুন যারা আউটসোর্সিং এ আসতে চায় তাদের অবিভাবকদের কি ভূমিকা হওয়া উচিৎ ?
- রাসেল আহমেদঃ বন্ধুসূলভ আচরণ করে পাশে থাকা উচিত, তবে অবশ্যই লিমিট রেখে।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ বিদেশ পাড়ি দেবার জন্য অনেক প্রস্তাব তো পাচ্ছেন আপনি, বাংলাদেশ ছেড়ে যাবার ইচ্ছা আছে কি ?
- রাসেল আহমেদঃ আমার দেশকে আমি আমার মায়ের মত ভালোবাসি। মাকে, একা ফেলে যেমন কোথাও যেতে পারি না, তেমনি আমার বাংলাদেশকে ছেড়েও আমি কোথায় যাবো না। এদেশের আলো-বাতাসে বড় হয়েছি, আমি এদেশের জন্য কিছু করতে চাই। বাবা-মায়ের ছেলে বড় হয়ে যেমন তাদের সুখ-শান্তির জন্য কাজ করে, তেমনি আমিও এখন দেশের জন্য কাজ করতে চাই। দেশপ্রেমিক হওয়ার জন্য না, আমি আমার নিজের নৈতিক দায়িত্ব থেকে কাজ করি।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ সর্বশেষ আমাদের সকল পাঠকদের উদ্দেশ্যে বার্তা দিবেন কি ?
- রাসেল আহমেদঃ জানতে থাকুন, শিখতে থাকুন, কমিউনিটির হেল্প নিন, গুগলকে শিক্ষক হিসেবে ব্যবহার করুন। হতাশ হয়ে যাবেন না। ধৈর্য ও পরিশ্রম আপনাকে সফলতা এনে দিতে পারে ।
পিসিহেল্পলাইনবিডি.কমঃ আমাদের আপনার মুল্যবান সময় দেয়ায় আপনাকে ধন্যবাদ ?
- Rasel Ahmed আপনাকেও ধন্যবাদ
সাক্ষাৎকার নিয়েছেনঃ মোঃ রুবেল আহমেদ
পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
অসংখ্য ধন্যবাদ এই রকম একটি সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য ।
josh post hoissa boss
Bro special thanks ………………..
সুন্দর পোস্ট, ভাল লাগল
শেয়ার করার জন্য ধন্যবাদ।
nice post, thanks for share.
সাক্ষাৎকার নিয়ে অসাধারণ একটি পোস্ট!
অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।
অসাধারন সাক্ষাৎকার।শেয়ার করার জন্য ধন্যবাদ রুবেল ভাই।
সাক্ষাৎকারটি শেয়ার করার জন্য ধন্যবাদ।