defraggler দিয়ে সচল রাখুন আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক।
সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমাদের কম্পিউটারের একটা গুরুত্বপূর্ণ জিনিষ হল তার হার্ডডিস্ক। হার্ডডিস্ক এর ভিতরের সেলের সমস্যার কারণে অনেক সময় আপনার কম্পিউটারের হার্ডডিস্ক সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। তাই নিয়মিত আপনার কম্পিউটার এর হার্ডডিস্ক কে ডিফ্র্যাগ করার প্রয়োজন পড়ে। যদিও আপনার কম্পিউটারে একটা defraggler ডিফল্ট ভাবে দেওয়া থাকে তার পরও আমি যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটার মান খুব ভালো। এটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটা আপনি প্রতি মাসে একবার করে ব্যবহার করলে ভালো ফল পাবেন।
ব্যবহার বিধি:
১. প্রথমে সফটওয়্যার টা ইন্সটল করুন।
২. তার পরে সফট টা ওপেন করে Analyze এ ক্লিক করুন।
৩. তারপর আপনার ড্রাইভ এর আসল আবস্তা দেখে নিন।
৪. তারপর defrag বাটন এ ক্লিক করুন।
আশাকরি আপনার হার্ডডিস্কের সাধারণ সমস্যা দূর হয়ে যাবে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এই পোষ্ট টি প্রথম প্রকাশিত এখানে- আমারটিউন্স
nice post thanks for share it here
nice post thanks for share it
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ সিহাব ভাই ।
ভাল একটি পোস্ট। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর ভাবে পোষ্টটি লিখেছেন তাই আপনাকে অনেক ধন্যবাদ ।
ধন্যবাদ শিহাব ভাই।
নাইস পোসট।শেয়ার করার জন্য ধন্যবাদ সিহাব ভাই।
Many Many Thanks.
ভাল একটি পোস্ট । 🙄 শেয়ার করার জন্য ধন্যবাদ।