গুগলের প্রয়োজনীয় কিছু সেবা যা আপনার কাজে লাগতে পারে
আসসালামু আলাইকুম ।
আশা করি ভালই আছেন । আমাদের কাছে গুগল একটা সাধারণ নাম । কিন্তু গুগল এর কাজ শুধু অ্যান্ড্রয়েড, জিমেইল আর ইন্টারনেটে কোনো বিষয় অনুসন্ধান করা নয়। গুগলের প্রয়োজনীয় আরও বেশ কিছু সেবা রয়েছে, যা আপনার কাজে লাগতে পারে। এগুলো অনেকেরই অজানা । যারা জানেন না তারা জেনে নিন ।
গুগল মার্স
গুগলে সার্চ দিলে হয়তো আপনার প্রয়োজনীয় অনেক তথ্যই পেয়ে যান। তবে আপনি যদি মঙ্গল গ্রহের তথ্য পেতে চান বা মঙ্গলের মানচিত্র দেখতে চান, তবে ‘গুগল মার্স’ সেবাটিতে যেতে পারেন। গুগল কেবল পৃথিবীর মানচিত্রই তৈরি করেনি; গুগল মার্সের মাধ্যমে পাশাপাশি মঙ্গল গ্রহের মানচিত্র সেবাও দিচ্ছে। এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।
গুগল স্কলার
গুগল স্কলার হচ্ছে স্কলার বা বিশেষজ্ঞদের জন্য। যাঁরা গবেষণাকাজের জন্য প্রয়োজনীয় তথ্য পেতে চান বা পড়াশোনার কাজে লাগানোর প্রয়োজনীয় তথ্যের খোঁজ করতে চান, তাঁদের জন্য আদর্শ সেবা গুগলের স্কলার।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।
গুগল আর্ট প্রজেক্ট
গুগল আর্ট প্রজেক্ট নামের সেবাটি চিত্রকর্ম-সংশ্লিষ্ট। বিশ্বের সেরা চিত্রকর্মগুলোর অনলাইন সংগ্রহশালা হচ্ছে গুগলের আর্ট প্রজেক্ট। বিশ্বের বিভিন্ন জাদুঘর অনলাইনে ভারচুয়ালভাবে ঘুরিয়ে আনবে গুগলের এই সেবাটি।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।
গুগল ইনপুট টুলস
গুগল ইনপুট টুলস ব্যবহার করে পছন্দের ভাষা ও স্টাইল ব্যবহার করে বার্তা লেখা ও আদান-প্রদান করা যায়।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।
গুগল থিংক ইনসাইট
গুগল থিংক ইনসাইট সেবাটি হচ্ছে অনলাইন ব্যবসা-সংক্রান্ত নানা তথ্যের ভান্ডার। গুগলের এ সেবা ব্যবহার করে বিভিন্ন পণ্যের সাম্প্রতিক সূচক, পরিসংখ্যান এবং বাজার গবেষণার নানা তথ্য পাওয়া যায়।এখানে ক্লিক করেসেবাটিতে যেতে পারেন ।
গুগল মডারেটর
কোনো প্রশ্ন মাথায় এলে কার সঙ্গে আলোচনা করবেন? ব্যবহার করতে পারেন গুগল মডারেটর সেবাটি। আপনার প্রশ্নের সমাধান ও নানা বিষয় নিয়ে সুচিন্তিত মতামত পাবেন গুগলের মডারেটর সেবাটিতে।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।
গুগলের এনক্রিপটেড
গুগলের এনক্রিপটেড সেবাটি হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটার ও গুগলের মধ্যে তথ্য এনক্রিপশন করে রাখার সুবিধা।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।
স্কিমার
ইন্টারনেটে নতুন কিছু খুঁজে পাওয়া এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য স্কিমার নামে গুগলের বিশেষ একটি সেবা রয়েছে।এখানে ক্লিক করে সেবাটিতে যেতে পারেন ।
গুগলের এসব সেবার খোঁজ পেতে গুগল সার্চে প্রয়োজনীয় সেবাটির নাম লিখুন। গুগল হয়তো আপনার অজানা অনেক সুবিধার সন্ধান দিতে পারবে।
_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_
কোন প্রকার ভুল থাকলে ক্ষমা করে দিবেন । দয়া করে আমার fb page এ একটা লাইক দিন ।
লিঙ্কঃ http://www.facebook.com/pages/Do-u-know?
kob sondor post
ভাল একটি পোস্ট । শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসাধারণ লিখছেন । অনেক ভাল লাগল । ধন্যবাদ ।
আপনাকে ধন্যবাদ । এই গুলোর মধ্যে কতকগুলো আমি আগে জানতাম
@Mohammd Jakaria: আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙂
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
@মো: নাসির উদ্দিন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙂
অনেক সুন্দর লেখেছেন।শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ
dhonobad amader sathe shear korar jonno ….
আপনাকেও ধন্যবাদ ।
darun post ……..
ধন্যবাদ ।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমি http://www.pressbarta.com সাইটটি নিয়ে কাজ করতেছি। আপনার তথ্যগুলো কাজে লাগবে।
কমেন্ট করার জন্য ধন্যবাদ
মোবাইল লোকেশন বের করার জন্য কি Google এর এমন কোন অপশন আছে। জানাবে plz
অবশ্যই দেওয়ার চেষ্টা করব ।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ ।