এবার ফেসবুক এবং ইউটিউব এ আপনার কম্পিউটারের স্কিন বা পর্দা লাইভ করুন ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আশা করি পরম করুণাময় আল্লাহ তায়ালার রহমতে সবাই ভাল আছেন।
আমি ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনি ফেসবুক এবং ইউটিউব এ আপনার কম্পিউটারের স্কিন বা পর্দা লাইভ করবেন ।
আজকাল প্রায় দেখা যায় অনেকে ফেসবুকে লাইভ আসে ।
কিন্তু কম্পিউটারের স্কিন কিভাবে লাইভ করবে তা অনেকে জানে না । যারা জানে না তাদের জন্য আমার আজকের এই টিউন ।
তো চলুন শুরু করা যাক
প্রথমে আপনি নিচের লিংকটা থেকে সফটওয়্যারটি ডাউনলোড় করে নিন ।
XSplit Broadcaster Download Link : http://xsplit.com/
যদি ডাউনলোড় করতে না পারেন, তবে নিচের ভিডিওটি দেখুন ।
এবার ডাউনলোড় শেষে আপনি সফটওয়্যারটি ইন্সটল করুন ।
ইন্সটল করার পর আপনাকে কি কি করতে হবে তা অতি সুন্দর এবং সহজ ভাবে নিচের ভিডিওতে দেওয়া আছে ।
আসলে সবকিছু তো আর লিখে বুঝানো সম্ভভ নয় ।
আপনি শুধু স্টেপ বাই স্টেপ কাজ গুলো সম্পূর্ণ করুন ।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন ।
সবাই, প্রযুক্তির সাথে থাকুন ।
মাতৃভাষা বাংলাই হোক প্রযুক্তির ভাষা ।
সবাইকে ধন্যবান জানাচ্ছি আমার এই টিউনটি পড়ার জন্য ।
আজকে এই পর্যন্ত ।
আল্লাহ হাফেজ ।