খুব সহজে তৈরি করুন আপনার PC এর icon ঠিক যেমন টা আপনি চান ।
ক্যামন আছেন সবায়,আশা করছি আল্লাহ্র রহমত এ ভাল আছেন ।আজ আমি আপনাদের দেখাবো , কি ভাবে নিজের ইছা মতো
icon তৈরি করতে হয়।
চলুন কথা না বারিয়ে সুরু করি।প্রথম এই সফটওয়্যার টা download করুন। তারপর setup করুন কোন ঝামেলা ছারাই ।তারপর সফটওয়্যার ওপেন করুন এবং পিকচার বার এ ক্লিক করুন। এর পর all to ion এ ক্লিক করুন, তারপর যে বক্স টা আসবে সেখান থেকে add file এ ক্লিক করুন, তারপর আপনার পছন্দ মতো ফটো নির্বাচন করুন ,এর পর ok এবং start বাটান এ ক্লিক করুন,ফাইল টা ডকুমেন্ট থেকে FFOutput ফাইল পাবেন,সেখান থেকে একটা ড্রাইভ এ সেভ করুন।তারপর আপনি যে ফোল্ডার এর আইকন পরিবর্তন করতে চান তার রাইট বাতান এ ক্লিক করে প্রপার্টিজ এ যান & customize এ যান , তারপর change icon এ ক্লিক করুন। তারপর browse…. potion এ গিয়ে আপনি যে ফোল্ডার এ আপনার ফটো কনভাট করছেন সেটা দেখিয়ে দিন। ok , apply , ok
বাছ হয়ে গেল আপনার আইকন পরিবরতন।এই বার আপনার ইছা মতো আইকন তৈরি করুন এবং মন ভরে মজা করুন ।
(এই টা আমার প্রথম পোস্ট। কিছু ভুল হলে ক্ষমা করবেন, ভাল লাগলে জানাবেন)
www.infomostafizur.blogspot.com
সবাইকে ধন্যবাদ
ভাল পোস্ট…
ধন্যবাদ শেয়ার করার জন্য আপনাকে ।
thanks for share
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ শেয়ার করার জন্য…