Windows এর ফন্ট পরিবর্তন (মিনি টিপস)
অনেকতো সফ্টওয়্যার শেয়ার করলাম; তাই ভাবছি এবার কিছু মিনি টিপস শেয়ার করবো । আশাকরি ভাল লাগবে ; শুধু ভালই নয় আমার ধারনা এগুলো কাজেও লাগবে।
উইন্ডোজ এক্সপি এর ফন্ট কিভাবে পরিবর্তন ও সাইজ ছোট-বড় করতে হয় তা দেখে নিন এক নজরে।
প্রথমে ডেস্কটপের উপর রাইট বাটন ক্লিক করে Properties এ যান ;
এরপর যে উইন্ডোটি আসবে সেখান থেকে Appearance ট্যাবে যেয়ে Advanced বাটনে ক্লিক করুন;
এবার Item: থেকে Icon নির্বাচন করুন; দেখবেন আশেপাশে আরো কিছু অপশন দেখা যাচ্ছে;
এখানে Font: থেকে আপনি চাইলে Vrinda বা Siyam Rupali ফন্ট নির্বাচন করে পুরো উইন্ডোজকে বাংলা করে ফেলতে পারবেন।
আর যদি আপনার ফন্টের সাইজ ছোট হয়ে থাকে তাহলে ডান পাশ থেকে Size: 8 এর পরিবর্তে একটু বাড়িয়ে নিতে পারেন।
ধন্যবাদ সবাইকে; কমেন্টের অপেক্ষায় রইলাম।
Nice post.thanks.
Very Very Thanks For Share This Nice Post…
Thanks for share.
ওহ! ভাইয়া দারুন একটি টিপস। টিপসটা ভূলেই গিয়েছিলাম, আপনার পোস্টটি পড়ে মনে আসল। এবং আপনার পোস্টগুলো সত্যিই অসাধারন!- শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসাধারন কমেন্টের জন্য আপনাকেও ধন্যবাদ..
নাইস। খুব ভাল পোস্ট। ধন্যবাদ আপনাকে।