[New] [21.01.17] ভিপিএন দিয়ে জিপিতে ফ্রি নেট চালান
আসসালামু আলাইকুম।
অনেকদিন অপেক্ষা করার পর আজ একটা জিপি ফ্রি নেট পেলাম।
এটার স্পিড বেশি ভাল না হলেও, অনেকের উপকারে আসবে।
তো চলুন বিস্তারিত জানা যাক।
এটা জাস্ট Android দিয়ে চলবে।
নোটঃ Try না করে বাজে কমেন্ট করবেন না। কোন সমস্যা হলে আমাকে জানাবেন। ব্যালেন্স বা এমবি রাখলে তামাতামা হয়ে যাবে।
কাজ
প্রথমে Play Store বা এখান থেকে VPN Star ডাউনলোড করে নিন এবং ইন্সটল দিন।
তারপর Apps টি ওপেন করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন।
তারপর নিচের মতো দেখবেন।
এবার পাওয়ার Icon এ ক্লিক করুন।
Connecting দেখাবে। কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন Connected হয়ে গেছে।
এখন Minimize করে চালাতে থাকুন। না চললে সার্ভার চেঞ্জ করে আবার কানেক্ট করুন।
ধন্যবাদ।
পোস্টটির মুল লেখক আহসান কবির।
kaj hoina bro
মনে হয় বন্ধ হয়ে গেছে।
ভাই আমি পারলাম না। কানেক্ট হয় কিন্তু কাজ করেই না। মাঝে মাঝে জেনারেল ব্রাউজার দিয়ে শুধু গুগল টা আসে আর কাজ করেনা। প্লিজ দেখবেন।
আমি Samsung J2 2016 ব্যবহার করি।
ধন্যবাদ
মনে হয় বন্ধ হয়ে গেছে।
সুন্দর পোস্ট 🙂