এক চার্জে ২ দিন চলবে নকিয়া ২
নানা গুঞ্জনের পরে অবশেষে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নকিয়ার নতুন ফোন উন্মোচন করলো এইচএমডি গ্লোবাল।
ভারতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, সাশ্রয়ী দামের নতুন ‘নকিয়া ২’ ফোনটি টানা ২ দিন ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে।
৫ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ফোনটির রেজুলেশন ৭২০×১২৮০ পিক্সেল। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস ৩ প্রযুক্তি। ফলে ফোনটি পরে গেলেও এর ডিসপ্লে সহজে ভাঙ্গবে না।
এতে ১.৩ গিগাহার্টজ কোয়ার্ড-কোর স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর রয়েছে। ২ গিগাবাইট র্যামের পাশাপাশি রয়েছে ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। স্টোরেজ বৃদ্ধি করার জন্য আছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা ।
ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো এতে থাকা ৪ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জে টানা ২ দিন ব্যাকআপ সুবিধা দেবে। বর্তমানে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড নোগাট ৭.১.১ থাকলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে দ্রুতই ফোনটিতে অ্যান্ড্রয়েড অরিও আপডেট পাওয়া যাবে।
এতে ফোরজি, ব্লুটুথ, জিপিএস, ডুয়েল সিম, মাইক্রো ইউএসবি ইত্যাদি সুবিধা রয়েছে। কপার, কালো ও সাদা এই তিন রঙে ফোনটি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাজারে বিক্রি শুরু হবে। ভারতের বাজারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৪৬৫ রুপি।