মোবাইল দিয়ে সরাসরি খেলা দেখার উপায়, Watch Live Sports Cricket On Mobile
খেলা চলছে বিশ্বকাপে আর আমরা মোবাইলে ফ্রী এবং সহজে খেলা দেখতে পারব না তা কি হয় নাকি ?
আপনার স্মার্ট ফোনে খেলা দেখার জন্য নিচে দেখানো বিষয় গুলো আনুসরন করুন আর উপভোগ করুন মোবাইলে লাইভ টিভি ।
ধাপ ১: আপনার ফোনে ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল থাকতে হবে । কিন্তু কষ্টের বিষয় হল প্লেস্টোর থেকে গুগল “ফ্ল্যাশ প্লেয়ার” সরিয়ে নিয়েছে । আমি এখানে দিয়ে দিলাম ,ডাউনলোড করে ফোনে ইন্সটল করুন ।
ধাপ ২: এরপর ফ্লাশ সাপোর্ট করে এমন একটি ব্রাউজার ইন্সটল করতে হবে প্লেস্টোর থেকে যেমন FlashFox – Flash Browser । এটির প্লেস্টোর থেকে ডাউনলোড করার লিংক এখানে । ইন্সটল হয়ে গেলে পরের ধাপে চলুন ।
ধাপ ৩: এখন মোবাইল ব্রাউজার সাপোর্ট করে এমন লাইভ ষ্টিমিং খুজে বের করতে হবে । আমি মোবাইলে খেলা দেখি এই পোষ্টে থেকেই
নিচে এড এ ক্লিক না করে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন , এড চলে যাবে আর আপনি খেলা উপভোগ করুন ।
নোটঃ অবশ্যই FlashFox – Flash Browser এই পোস্ট ওপেন করে তারপর মোবাইল দিয়ে খেলা দেখতে পারবেন ।