Bangladesh VS Zimbabwe এর খেলাদেখুন সরাসরি অনলাইনে HD মাত্র ১৫০ KBPS স্পীডে ।

0 146

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেরা একাদশে জায়গা হচ্ছেনা টেস্টের অন্যতম বোলার জুবায়ের হোসেনের। একই সাথে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম ও ওপেনার ইমরুল কায়েসের। আর এই ম্যাচে অভিষেক হচ্ছে সাব্বির রহমানের।

আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, আল আমিন হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানী।

জিম্বাবুয়ে দল: এলটন চিগম্বুরা, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেজিস চাকাবা, তেনদাই চাতারা, ক্রেইগ আরভিন, টি কামুনাগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতামবি, তিনাশে পানিয়াঙ্গারা, ভুসি সিবান্দা ও ম্যালকম ওয়ালার।

অনলাইনে খেলাটি HD কোয়ালিটিতে দেখতে এখানে ক্লিক করুন

উত্তর দিন