এক ক্লিকে এবং সবচেয়ে সহজ উপায়ে এন্ড্রয়েড রুট করার উপায়
অনেকেই অনেক উপায়ে তাদের এন্ড্রয়েড ফোন রুট করছেন। কিন্তু গাইডলাইন্স অনুসরণ না করাতে সমস্যায় পড়তে হয়। তাই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব KingoApp কে। যে কেউ তার এন্ড্রয়েড ডিভাইসকে এক ক্লিকে এবং সবচেয়ে সহজ উপায়ে রুট করতে পারবেন কোন প্রিলিমানিরী ধারণা ছাড়া। তাহলে, নিয়ে নিন এখান থেকে আপনার এন্ড্রয়েড রুট করার সফটওয়্যার। তাছাড়া, এই সাইটে বুটলোডার ও পাবেন। আর কি কি ডিভাইস সাপোর্ট করবে তার লিস্ট ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এখানে।
কিভাবে করবেন?
১। ডাউনলোড ও ইন্সটল করুন আপনার উইন্ডোজ পিসিতে।
২। ফোনের সাথে দেয়া ইউএসবি ক্যাবল দিয়ে পিসিতে কানেক্সন দিন।
৩। কানেক্সন সঠিকভাবে হলে নিচের ছবির মত আসবে, এবং তারপর ROOT ক্লিক করুন।
৪। রুট হতে কিছু সময় লাগবে, কাজেই ধৈর্য ধরুন।
৫। রুট শেষ হলে “Root Succeeded” মেসেজ দেখতে পাবেন। তারপর, FINISH ক্লিক করে, আপনার ডিভাইস ইউএসবি থেকে ডিসকানেক্ট করে রিস্টার্ট করুন।
আপনি একই উপায়ে আন-রুট করতে পারবেন।
তাহলে, উপভোগ করুন এক ক্লিকে রুট করার মজা…