Symphony Xplorer ফোন ৪টি মডেলের দাম কমলো ।

1 136

স্মার্টফোনের ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে কয়েকটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে সিম্ফোনী। মূল্য হ্রাসকৃত এই ৪টি ফোন হলো –

symphony Xplorer

 • Xplorer W69Q
 • Xplorer W71i
 • Xplorer H100
 • Xplorer W130
মডেল পূর্বমূল্য বর্তমান মূল্য
Symphony Xplorer W69Q ৭,৩৯০ টাকা ৬,৯৯০ টাকা
Symphony Xplorer W71i ৭,৪৯০ টাকা ৬,৯৯০ টাকা
Symphony Xplorer H100 ১২,৫৯০ টাকা ১০,৫৯০ টাকা
Symphony Xplorer W130 ১২,৯৯০ টাকা ১০,৯৯০ টাকা

Symphony Xplorer  W69Q :

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের Symphony Xplorer  W69Q মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৫১২ মেগাবাইটের র‍্যাম, ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৩০০ ঘন্টা। এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য ,Symphony Xplorer  W69Q স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।

একনজরে Symphony Xplorer  W69Q এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

 • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২
 • ডিসপ্লেঃ ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
 • র‍্যামঃ ৫১২ মেগাবাইট
 • স্টোরেজঃ ৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড সাপোর্ট
 • প্রসেসরঃ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • জিপিউঃ মালি ৪০০
 • ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • কানেকটিভিটিঃ থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
 • ব্যাটারীঃ ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী।

মূল্যঃ

এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৬,৯৯০ টাকা

 Symphony Xplorer W69Q

Symphony Xplorer W71i:

একনজরে Symphony Xplorer W71i এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

 • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন
 • ডিসপ্লেঃ ৪.৫ ইঞ্চির ডিসপ্লে
 • র‍্যামঃ ৫১২ মেগাবাইট
 • স্টোরেজঃ ৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড সাপোর্ট
 • প্রসেসরঃ ১.৩ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসর
 • জিপিউঃ মালি ৪০০
 • ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • কানেকটিভিটিঃ থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
 • ব্যাটারীঃ ১,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী।

মূল্যঃ

এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৬,৯৯০ টাকা

 Symphony Xplorer W71i

Symphony Xplorer  H100:

একনজরে Xplorer  H100 এর উল্লেখযোগ্য ফিচারসমুহঃ

 • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
 • ৫ ইঞ্চি ডিসপ্লে
 • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • মালি ৪০০ জিপিউ
 • ১ গিগাবাইটের র‍্যাম
 • ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
 • ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
 • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী

মূল্যঃ

Xplorer  H100 এর পুর্বমূল্য ১২,৯৯০ টাকা হলেও এর মূল্য কমিয়ে ১০,৯৯০ টাকা নির্ধারণ করেছে সিম্ফোনী কর্তৃপক্ষ।

Xplorer H100

Symphony Xplorer W130:

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের Xplorer  W130 স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। সিম্ফোনীর এই ফোনটিতে ১ গিগাবাইটের র‍্যাম ব্যবহার করা হয়েছে। এই ফোনে ভালো মানের ছবি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। এছাড়া সেলফি তোলা কিংবা ভিডিও কলিং – এসবের জন্য তো ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছেই।

অপেক্ষাকৃত ভালো ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এর ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা আর স্ট্যান্ডবাই টাইম ৫০০ ঘণ্টা । থ্রিজি সুবিধাসম্পন্ন এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি সুবিধাও রয়েছে। উল্লেখ্য, Xplorer  W130 স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।

Xplorer W130

একনজরে Symphony Xplorer  W130 এর উল্লেখযোগ্য ফিচারসমুহঃ

 • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
 • ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
 • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • মালি ৪০০ জিপিউ
 • ১ গিগাবাইটের র‍্যাম
 • ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
 • ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
 • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী

মূল্যঃ

Symphony Xplorer  W130 এর পুর্বমূল্য ১২,৯৯০ টাকা হলেও এর মূল্য কমিয়ে ১০,৯৯০ টাকা নির্ধারণ করেছে সিম্ফোনী কর্তৃপক্ষ।

লিখেছেনঃ এম এন নাহিদ

সূত্রঃ টেকপ্রিয়

1 টি মন্তব্য
 1. Prince7 বলেছেন

  এগুলোর মধ্যে ইউএসবি অন দ্যা গো সাপোর্ট আছে কোনটাতে ?

উত্তর দিন