Symphony Xplorer ফোন ৪টি মডেলের দাম কমলো ।

1 241

স্মার্টফোনের ক্রমবর্ধমান বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে কয়েকটি মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে সিম্ফোনী। মূল্য হ্রাসকৃত এই ৪টি ফোন হলো –

symphony Xplorer

 • Xplorer W69Q
 • Xplorer W71i
 • Xplorer H100
 • Xplorer W130
মডেলপূর্বমূল্যবর্তমান মূল্য
Symphony Xplorer W69Q৭,৩৯০ টাকা৬,৯৯০ টাকা
Symphony Xplorer W71i৭,৪৯০ টাকা৬,৯৯০ টাকা
Symphony Xplorer H100১২,৫৯০ টাকা১০,৫৯০ টাকা
Symphony Xplorer W130১২,৯৯০ টাকা১০,৯৯০ টাকা

Symphony Xplorer  W69Q :

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের Symphony Xplorer  W69Q মডেলের স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৫১২ মেগাবাইটের র‍্যাম, ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। ১.২ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। এছাড়া এই ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ও ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এই ফোনটির ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা ও স্ট্যান্ডবাই টাইম ৩০০ ঘন্টা। এছাড়া এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। উল্লেখ্য ,Symphony Xplorer  W69Q স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।

একনজরে Symphony Xplorer  W69Q এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

 • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২
 • ডিসপ্লেঃ ৪ ইঞ্চির আইপিএস ডিসপ্লে
 • র‍্যামঃ ৫১২ মেগাবাইট
 • স্টোরেজঃ ৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড সাপোর্ট
 • প্রসেসরঃ ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • জিপিউঃ মালি ৪০০
 • ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • কানেকটিভিটিঃ থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
 • ব্যাটারীঃ ১,৬০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী।

মূল্যঃ

এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৬,৯৯০ টাকা

 Symphony Xplorer W69Q

Symphony Xplorer W71i:

একনজরে Symphony Xplorer W71i এর উল্লেখযোগ্য ফিচারসমূহঃ

 • অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলিবিন
 • ডিসপ্লেঃ ৪.৫ ইঞ্চির ডিসপ্লে
 • র‍্যামঃ ৫১২ মেগাবাইট
 • স্টোরেজঃ ৪ গিগাবাইটের ইন্টারনাল, ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড সাপোর্ট
 • প্রসেসরঃ ১.৩ গিগাহার্টজ ডুয়েলকোর প্রসেসর
 • জিপিউঃ মালি ৪০০
 • ক্যামেরাঃ ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ০.৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • কানেকটিভিটিঃ থ্রিজি, ওয়াইফাই, ওয়াইফাই হটস্পট, জিপিএস
 • ব্যাটারীঃ ১,৭০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী।

মূল্যঃ

এন্ট্রি লেভেলের এই স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৬,৯৯০ টাকা

 Symphony Xplorer W71i

Symphony Xplorer  H100:

একনজরে Xplorer  H100 এর উল্লেখযোগ্য ফিচারসমুহঃ

 • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
 • ৫ ইঞ্চি ডিসপ্লে
 • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • মালি ৪০০ জিপিউ
 • ১ গিগাবাইটের র‍্যাম
 • ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
 • ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
 • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী

মূল্যঃ

Xplorer  H100 এর পুর্বমূল্য ১২,৯৯০ টাকা হলেও এর মূল্য কমিয়ে ১০,৯৯০ টাকা নির্ধারণ করেছে সিম্ফোনী কর্তৃপক্ষ।

Xplorer H100

Symphony Xplorer W130:

অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমের Xplorer  W130 স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী ও ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা। এছাড়া ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসরের এই ফোনে জিপিউ হিসেবে রয়েছে মালি ৪০০। সিম্ফোনীর এই ফোনটিতে ১ গিগাবাইটের র‍্যাম ব্যবহার করা হয়েছে। এই ফোনে ভালো মানের ছবি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এর ক্যামেরায় রয়েছে ফ্ল্যাশলাইট ও ৪X পর্যন্ত জুম সুবিধা। এছাড়া সেলফি তোলা কিংবা ভিডিও কলিং – এসবের জন্য তো ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছেই।

অপেক্ষাকৃত ভালো ব্যাটারী ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী। এর ব্যাটারীর টকটাইম ৪ ঘন্টা আর স্ট্যান্ডবাই টাইম ৫০০ ঘণ্টা । থ্রিজি সুবিধাসম্পন্ন এই ফোনে ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি সুবিধাও রয়েছে। উল্লেখ্য, Xplorer  W130 স্মার্টফোনটিতে জি-সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি ও অ্যাক্সিলেরোমিটারের মতো প্রয়োজনীয় প্রায় সকল সেন্সরই রয়েছে।

Xplorer W130

একনজরে Symphony Xplorer  W130 এর উল্লেখযোগ্য ফিচারসমুহঃ

 • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট
 • ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে
 • ১.৩ গিগাহার্টজ কোয়াডকোর প্রসেসর
 • মালি ৪০০ জিপিউ
 • ১ গিগাবাইটের র‍্যাম
 • ৪ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
 • ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
 • ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
 • ২,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী

মূল্যঃ

Symphony Xplorer  W130 এর পুর্বমূল্য ১২,৯৯০ টাকা হলেও এর মূল্য কমিয়ে ১০,৯৯০ টাকা নির্ধারণ করেছে সিম্ফোনী কর্তৃপক্ষ।

লিখেছেনঃ এম এন নাহিদ

সূত্রঃ টেকপ্রিয়

1 টি মন্তব্য
 1. Prince7 বলেছেন

  এগুলোর মধ্যে ইউএসবি অন দ্যা গো সাপোর্ট আছে কোনটাতে ?

উত্তর দিন