IDM তো আপডেট হবেই!! তার সাথে ক্র্যাক ও আপডেট হবে!!
IDM এমন একটি সফটওয়্যার যাকে ছাড়া চলা প্রায় অসম্ভব! আর যারা ইন্টারনেট মানুষ 😀 আছেন তারা তো এটা ছাড়া ডাউনলোড এর কথা চিন্তাও করতে পারেন না। এই সফটওয়্যার টি এত বেশি পরিমানে আপডেট হয় যে এর সাথে তাল মিলিয়ে ক্র্যাক খুজার কাজে নামতে হয়। হন্ন হয়ে খুজতে হয় এর ক্র্যাক ভার্সন।
কিন্তু যদি এমন হয় যে ইডিএম আপডেট করলে ক্র্যাক ও আ[ডেট হয়ে যাবে! মাথা পল্টি দিলো?? আমারো পল্টি দিয়েছিলো। কিন্তু সত্যি হচ্চে কি এমন একটা ইডিএম ক্র্যাক আছে যেতা দিয়ে ইডিএম আপডেট করলে সেটার ভার্সন এর সাথে মিল রেখে ক্র্যাক ও আপডেট হয়ে যাবে।
এই উনিভারসেল ক্র্যাক দিয়ে আপনি যা যা করতে পারবেনঃ
- মেইন IDM সফটওয়্যার আপডেট দিতে পারবেন।
- IDM এর ক্র্যাক আপডেট করতে পার।
- IDM এর ক্র্যাক ব্যাকআপ রাখতে পারবেন।
- আপনার নাম দিয়ে IDM রেজিস্ট্রেশান করতে পারবেন।
- ক্র্যাক ডি একটিভেট করতে পারবেন।
- এবং সর্বশেষ IDM ক্র্যাক করতে পারবেন।
ইডিএম এর এই উনিভারসেল ক্র্যাক টি নামাতে এইখানে ক্লিক করুন!
ধন্যবাদে,
জাদুকর (রাজু)
গেম,মুভি,আনিমি,এবং গানের জন্য আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো!
ডাউললোড মডুলের সব ভিডিও MKV ফরম্যাটের দেখায়। কিন্তু ডাউনলোড করার পর সেগুলো আর চালানো যায়না মানে ভিডিও ওপেনই হয় না। উল্লেখ্য, কম্পিউটারে রাখা MKV ভিডিওগুলো সহজেই KM Player দিয়ে চালাতে পারি। সমাধান আশা করছি।