“Print Screen” বোতামটি হতে পারে আপনার All in One বন্ধু!

2 1,783

ভার্সিটির প্রথম দিকের কথা। কতো শত ল্যাব থাকতো আমাদের। রিপোর্ট এর সাথে দিতে হবে ছবি। তাও আবার স্ক্রীন শুট। ফ্রেন্ড থেকে জানলাম প্রিন্ট স্ক্রীন এর কথা। প্রথমে প্রথমে print screen ছেপে paint এ পেস্ট করে চলল আমার কাজ। কিছু দিন পর আমি আবিস্কার করলাম অন্য রকম এক print screen এর। যা দিয়ে খুব সহজেই সকল ধরনের কাজ কাজ করা যায়। বলা যায় All in one!

আমি আসলে একটা সফটওয়্যার এর কথা বলছি। খুব ছোট সাইজ এর হলে ও অনেক বড় বড় কাজ করে এই সফটওয়্যার টি। আপনার কথা মত ছবি তুলে দিতে পারবে, স্ক্রীন শুট অ নিয়ে দিতে পারবে। আর পারবে তুকি টাকি এডিট ও। এই সফটওয়্যার এর সবছে মজার বিসয় হচ্ছে, আপনি এতা দিয়ে লাইভ স্ক্রীন শুট নিতে পারবেন আর তার সাথে লাইভ এডিটিং ও।

670px-Take-Screenshots-With-LightShot-Step-2

আর সাথে থাকছে অনলাইন জায়গা। যাতে আপনি সরাসরি উপ্লয়াদ করে দিতে পারবেন। আর শেয়ার করতে পারবেন আপনার ফ্রেন্ডস এর কাছে।

সফটওয়্যার তি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।

Screen shoot নেবার জন্য আমার কাছে আজ পর্যন্ত দেখা বেস্ট সফটওয়্যার মনে হয়েছে এটিকে। সিম্পল, সুন্দর আর কার্যকরী।

 

পোস্ট টি ভালো লেগে থাকলে আর গেম পাগলা ফ্রেন্ডস রা পোস্ট টি পরে থাকলে আমার ফেসবুক এ এই গেমের পেজটাতে একটু ঘুরে আসবেন। RK DVD SHOP

ধন্যবাদে,

জাদুকর (রাজু)

গেম,মুভি,আনিমি,এবং গানের জন্য আমার পেজটি ঘুরে আসার আমন্ত্রণ রইলো!

টিপস,ট্রিক্স! আর জমিয়ে আড্ডা দিতে এই গ্রুপ এ জয়েন করুন 

2 মন্তব্য
  1. druntopothik বলেছেন

    ভাল সফট্।ভাই আমি অনেক উপকৃত হব।

    1. জাদুকর (রাজু) বলেছেন

      apnake onek donnobad. thanks.

উত্তর দিন