Home কম্পিউটিং এলজির নতুন আল্ট্রাওয়াইড ফুল এইচডি গেইমিং মনিটর

এলজির নতুন আল্ট্রাওয়াইড ফুল এইচডি গেইমিং মনিটর

51
0
SHARE

এলজির নতুন আল্ট্রাওয়াইড ফুল এইচডি গেইমিং মনিটর বাজারে এনেছে পরিবেশক প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।

মনিটরটির স্ক্রিন সাইজ ৩৪ ইঞ্চি কার্ভড, যার রিফ্রেস রেট ১৪৪ হার্জ। আইপিএস প্যানেল ২৫৬০*১০৮০ রেজুলেশনের যার অ্যাস্পেক্ট রেশিও ২১:৯, রেসপন্সটাইম ৫ মি.সে. ও এমবিআর ১ মি.সে.এর চেয়ে কম।

১৭৮/১৭৮ ভিউইং অ্যাঙ্গেলসহ মনিটরটিতে আরও রয়েছে রিডার মুড, স্ক্রিন স্পিলিট, অনস্ক্রিন কন্ট্রোল, গেইম মুড, অ্যাডজাস্ট্যাবল স্ট্যান্ড, ক্রশএয়ার, এএমডি ফ্রি সিঙ্ক, ব্লাক স্ট্যাবিলাইজার এর মত বিশেষ ফিচারও রয়েছে।

মনিটরটির দাম ৯০ হাজার টাকা।