Home এন্ড্রোয়েড হোম বাটনবিহীন হুয়াওয়ে মেট ১০

হোম বাটনবিহীন হুয়াওয়ে মেট ১০

1391
0
SHARE

আগামী মাসে উন্মোচন হতে যাচ্ছে হুয়াওয়ের ফ্ল‍্যাগশিপ ফোন মেট ১০। ডিভাইসটি নিয়ে অনলাইনে ফাঁস হচ্ছে নানা তথ‍্য। তবে এবার প্রথমবারের মত ডিভাইসটির ছবি ফাঁস করা হয়েছে।

ফোন বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনাতে ফাঁস হওয়ার ছবিতে দেখা যায়, ফোনটির ডিসপ্লে প‍্যানেলে নেই কোনো হোম বাটন। এতে রয়েছে বেজেলহীন ডিসপ্লে।

 

ডিভাইসটি নিয়ে গুঞ্জন থেকে পাওয়া তথ‍্য অনুযায়ী, এতে থাকতে পারে এইজ ৬.০ ইঞ্চি ডিসপ্লে। যা ২১৬০×১০৮০ রেজুলেশন সমৃদ্ধ হবে। ছবি তোলার জন্য বর্তমান সময়ের ট্রেন্ড ডুয়েল ক্যামেরা থাকতে পারে।

এ ছাড়াও এতে থাকতে পারে ৬ জিবি র‍্যাম। ধারণা করা হচ্ছে, ডিভাইসটির ৮ জিবি র‍্যামের একটি সংস্করণ আনতে পারে প্রতিষ্ঠানটি।প্রসেসর হিসেবে থাকবে কিরিন ৯৭০।

উল্লেখ‍্য, ফোনটি নিয়ে হুয়াওয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই টিজার ছবি প্রকাশ ও উন্মোচনের তারিখ ঘোষণা করে গেল সপ্তাহে। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। টেক শহর